
স্টাফ রিপোর্টার | জুলাই৩৬ নিউজ | ২১ জুলাই ২০২৫, ঢাকা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে আজ শনিবার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হেলথ উইং-এর পক্ষ থেকে প্রতিনিধি ডা. মো. আব্দুল আহাদ।
তিনি এনসিপি-র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেলথ উইং-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তিনি বলেন,
“আল্লাহ তায়ালা যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দেন। এনসিপি সব সময় মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে।”
বার্ণ ইউনিটে থাকা রোগীদের সঙ্গে দেখা করে তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।